রানাকে প্রশংসায় ভাসালেন তাসকিন
press conference taskin ahammed |
বিস্তারিত:
টেস্ট ক্রিকেটে ইতোমধ্যে দারুণ নজর কেড়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। চলমান পাকিস্তান সিরিজে গতির ঝড়ে পাকিস্তানের ব্যাটারদের কাঁপাচ্ছেন রানা। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে পাক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে ফিরিয়ে দিয়েছেন রানা
বাংলাদেশের ইতিহাসে গতিময় বোলার অত বেশি আসেনি। বর্তমানে খেলা চালিয়ে যাওয়াদের মধ্যে তাসকিনের গতি বেশ ভালো। এছাড়া এবাদত হোসেন চৌধুরী কিছুটা ভালো করতে শুরু করলেও বর্তমানে চোটের কারণে আছেন মাঠের বাইরে। তরুণ রানা এবার নিজের গতি দিয়ে যেন জানান দিচ্ছেন - আমি এসে গেছি। ঘরের মাঠে অভিষেকের পর পাকিস্তানের মাটিতেও গতির ঝড় তুলছেন রানা। উইকেট অত বেশি না পেলেও রানার গতিময় বোলিং আশা দেখাচ্ছে সবাইকেই
রানার এমন দারুণ বোলিংয়ে মুগ্ধ জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার তাসকিন আহমেদও। দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, ‘নাহিদ রানা দারুণ প্রসপেক্ট। সে টানা ১৪০+ কিমি/ঘন্টা গতিতে বল করে যেতে পারে। ১৫০ এর কাছাকাছিও যেতে পারে। দারুণ ক্রিকেটার সে। প্রতিনিয়ত ভালো করছে সে, শিখছেও। আমাদের পুরো বোলিং ইউনিট দারুণ করেছে আজকে। তারা ভালোভাবে শুরু করেছিল প্রথম উইকেট পড়ার পরে, দারুণ জুটি গড়েছিল। পরে আমরা ভালোভাবে কামব্যাক করে শেষটাও ভালোভাবে করেছি। ম্যাচ এখনও শেষ হয়নি। আরও অনেক কিছু বাকি আছে। ফল।’
ম্যাচে প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট হয়েছে পাকিস্তান। শেষ বিকেলে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ১০ রান তুলেছে বাংলাদেশ।